ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার জাতীয় পার্টির গণঅনশন

admin
জানুয়ারি ২৬, ২০১৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চলমান সহিংস রাজনীতির প্রতিবাদে জাতীয় পার্টির উদ্যোগে গণঅনশন কর্মসুচি মঙ্গলবারের পরিবর্তে বৃহস্পতিবার পালন করা হবে। 26বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালন করা হবে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এতে অংশগ্রহণ করবেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার গণঅনশন কর্মসুচি ঘোষণা করা হয়েছিল। অনিবার্য কারণেই কর্মসূচীর তারিখ পরিবর্তন করে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।