ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিভাগের ৯ জেলায় বৃহস্পতিবার হরতাল

admin
জানুয়ারি ২৮, ২০১৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলাসহ বিভাগের নয় জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত প্রথম বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর হরতালের আওতামুক্ত ঘোষণা করা হলেও দ্বিতীয় দফায় দেওয়া বিজ্ঞপ্তিতে 2015ঢাকা মহানগর অন্তর্ভুক্ত করা হয়েছে। মহানগরের হরতাল ২৪ ঘণ্টা চলবে বলে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফজলুল হক মিলন স্বাক্ষরিত দ্বিতীয় বিজ্ঞপ্তি বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে সরবরাহ করা হয়। প্রথম বিজ্ঞপ্তি পাঠানো হয় বুধবার বিকেলে। হরতাল আহ্বান করা জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ। তবে ঢাকা বিভাগের অন্তর্গত মাদারীপুর জেলায় বৃহস্পতিবার হরতাল আহ্বান করেছে স্থানীয় ২০ দলীয় জোটের নেতারা। ফজলুল হক মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, নেতাকর্মীদের হত্যা, দেশজুড়ে সরকারের নৈরাজ্য সৃষ্টি ও গণগ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে নয় জেলার ২০ দলীয় জোটের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান ফজলুল হক মিলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।