ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

নারী-শিশুসহ ৪৩ মৃতদেহ উদ্ধার

admin
ফেব্রুয়ারি ২২, ২০১৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

পাটুরিয়া-
দৌলতদিয়া নৌপথে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ
এমভি মোস্তফা থেকে নারী-শিশুসহ ৪৩ যাত্রীর মৃতদেহ উদ্ধার
করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৩ মিনিট পর্যন্ত এ
মৃতদেহগুলো উদ্ধার করেছে ডুবুরি দল।
উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন- ১৭ নারী, ৩
মেয়ে শিশু, ৪ ছেলে শিশু ও ১৯ জন পুরুষ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান
এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, নৌবাহিনীর ১১ সদস্যের একটি ডুবুরি দল পদ্মানদীর
দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এ দলটির
নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার তৌফিক।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এছাড়াও সেখানে রয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরাসহ
প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
কমফোর্ট লাইন ও রাজধানী এক্সপ্রেসের
যাত্রীরা ডুবে যাওয়া লঞ্চ মোস্তফায় ছিল। বাস
দুটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে যাচ্ছিল
বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।