যশোরের মণিরামপুরে মাদকমুক্ত এবং সন্ত্রাস দমনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মণিরামপুর প্রেসকাবে মণিরামপুর থানার (ওসি) মোল্লা খবীর আহমেদ মতবিনিময় করেছেন। গত বুধবার সন্ধ্যার পর প্রেসকাবের সভাপতি এস.এম মজনুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন প্রেসকাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসকাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম,এ,রাজ্জাক, নিছার উদ্দিন খান আজম, প্রেসকাবের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক আবাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল আলীম, সহকারি অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, প্রেসকাবের সহ-সভাপতি আব্দুল মতিন, মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এস.এম সিদ্দিক, সহকারি অধ্যাপক বাবুল আকতার, নির্বাহী সদস্য আসাদুজ্জামান রয়েল, সহকারি অধ্যাপক নুরুল ইসলাম খোকন, প্রভাষক সাজেদুর রহমান লিটু, সহকারি অধ্যাপক নুরুল হক, ফারুক আহমেদ লিটন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সোহান) প্রমূখ।