মণিরামপুরে অভিনব কৌশলে হিরোইন পাচারের সময় একজনকে আটক করেছে পুৃলিশ। আটককৃত রুহুল আমীন (৫০) পার্শ¦বর্তি কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত ইমান আলীর পুত্র। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্ল্যা খবীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর মাথা বাস ষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটকের পর পুলিশ তার দেহ তল্লাশী করে কিছু না পেয়ে তথ্য প্রদানকারীকে জিজ্ঞাসা করলে সে জানায় রুহুল আমীনের মলদারের মধ্যে হিরোইন লুকিয়ে রাখা আছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমীনের মলদার থেকে ৩৫ গ্রাম ওজনের প্যাঁচানো একটি হিরোইনের ব্যান্ডেল বের করে। উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।