যশোরের মণিরামপুর প্রতিভা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল হওয়ায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানাযায়, ২০১৪ সালের জানুয়ারীতে প্রতিষ্ঠানটি আত্ম প্রকাশের পর মাত্র এক বছরের ব্যবধানে এবারের সমাপনি পরীক্ষায় মোট ২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৯ জন এবং সাধারনে ৩ জন বৃত্তি পেয়েছে। এ উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে গতকাল সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গন এবং তার পাশে মাইক্রো ষ্টান্ডে আনন্দ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান মিন্টু, পরিচালনা কমিটির মাষ্টার হাবিবুর রহমান, আঞ্জুমানারা বেগম, মোরশেদ আলম, প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র, সাংবাদিক মোতাহার হোসেন, আব্দুল্লাহ আল মামুন (সোহান) প্রমুখ।