“মননে থাক দেশপ্রেম,সেবাই পরম ব্রত সততা আর ত্যাগে,হোক বন্ধন শত”-এ শ্লোগানকে সামনে রেখে জান মালের ও শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা চেয়ে মণিরামপুরে মানব বন্ধন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সত্যসন্ধ। সোমবার সকাল আনুমানিক ১১ টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে এই মানব বন্ধন শুরু হয়। মানব বন্ধনে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলো মেধাবি ছাত্র মেহরাব হাসান শোয়েব,সৈকত ভট্রাচার্য্য,অরুনভ মল্লিক,তন্ময় বিশ্বাস,রাশেদুর রহমান ও শুভকুমার দাস। এছাড়া অভেদ রক্ত দান সংগঠনের সভাপতি আলামিন হোসেন সোহাগ সহ উপজেলার বিভিন্ন এলাকার ছাত্ররা এতে অংশ নেয়।