ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে গুলি করে যুবককে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের ঃ আটক-৬

admin
এপ্রিল ১, ২০১৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে যুবক মানোয়ারকে গুলি করে হত্যার ঘটনায় বিশেষ আইন-শৃংখলা বাহিনীর সোর্স পরিচয় দানকারী সন্ত্রাসী আতাউরসহ ১০ জনের নাম উল্লেখ করে সোমবার বিকেলে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মণিরামপুর থানার মামলা নং-২৭। ধারাঃ ৩০২/৩৪ দঃবিঃ। এই মামলায় আসামীদের মধ্যে ঘটনার রাতেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদী হয়েছেন নিহত মানোয়ারের ভাই আলতাফ হোসেন। আটক আসামীরা হলো বাগডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান, আব্দুর রহমান, আবুল হোসেন, হাসান আলী, লুৎফর রহমান ও পাশ্ববর্তী পাড়িয়ালী গ্রামের আব্দুল আলীম। তবে এ হত্যা মামলার প্রধান আসামী বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সোর্স পরিচয় দানকারী উপজেলার বাগডাঙ্গা গ্রামের আবুল কাশেমের পুত্র সন্ত্রাসী আতাউর রহমান এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। মামলার বাদী তার দায়ের কnnরা এজাহারে উল্লেখ করেছেন তার ভাই নিহত মানোয়ার একজন রাজ মিস্ত্রি ছিল। যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় মামলার প্রধান আসামী আতাউরের পাকাবাড়ি নির্মান কাজে নিয়োজিত ছিল তার ভাই মানোয়ার। বাড়ি নির্মান কাজের জন্য সর্বশেষ মানোয়ার আতাউরের নিকট টাকা ২৫ হাজার পেত । এছাড়া মানোয়ারের সাথে বিভিন্ন ঘটনায় বিরোধ সৃষ্টি হয় আতাউরসহ তার সঙ্গীদের। ঘটনার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে মানোয়ারকে বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ডেকে নেয়া হয়। এরপর কথা কাটাকাটির এ পর্15.11.2014যায় মানোয়ারের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে সন্ত্রাসীরা। ওই দিন রাতেই মানোয়ার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী আতাউর নিজেকে বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে প্রকাশ্যে তার কাছে অস্ত্র রেখে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল। সে আতাউরের নিকট পাওনা টাকা চাওয়ার অপরাধে এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে বলে নিহতের ভাইয়ের দাবী । মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদ জানান, এ হত্যা মামলার বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।