ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা একতা ইট ভাটা আংশিক উচ্ছেদ

admin
এপ্রিল ২, ২০১৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সরকারী জমিতে অবৈধভাবে গড়ে তোলা একতা ইট ভাটার আংশিক উচ্ছেদ করে ফিরে গেলেন নিবার্হী ম্যাজিস্টেট আব্দুস সালাম। ঘটনাটি মনিরামপুর উপজেলার ষোলখাদা গ্রামে। জানা যায়, উপজেলার রাজগঞ্জের ষোলখাদা গ্রামের এলাহী বক্স ১৯৪৭ সালে একই গ্রামের বিনয় কৃষ্ণ মল্লিকের কাছ থেকে ষোলখাদা মৌজার ২৪৩ খাতিয়ানের সাবেক ৯০৭, হাল ১৬৫০ দাগের ৬৬ শতক জমি বিনিময় করে নেন। কিন্তু অদৃশ্য কারনে ঐ জমি থেকে ৫৬ শতক জমি সরকারের একের এক খতিয়ানের চলে যান। এ দিকে বিগত ২০০৯ সালে এলাহী বক্সের কাছ থেকে ঐ জমি ১৫ বছরের জন্য এজারা নেন মোহম্মাদ আলী নামে এক ব্যক্তিvata। তিনি ঐ জমিতে একতা ইট ভাটা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিষয়টি ভূমি কর্মকর্তা জানতে পেরে মোহম্মাদ আলীকে ঐ ইটভাটা অপসারনের জন্য বার বার তাগিদ করেন। এমন কি গত কয়েক বছর পূর্বে মনিরামপুর উপজেলার সাবেক নিবার্হী কর্মকর্তা জিল্লুর রহমান ঐ ইট ভাটা এসে অপসারনের কথা জানালে তিনাকে এক পর্যায় হেনাস্থা করেন। অবশেষে সরকার ঐ ইট ভাটাটি উচ্ছেদ করার জন্য গত ০৫ মাস পূর্বে ভাটা মালিক মোহম্মাদ আলীর কাছে নোটিশ পাঠান। কিন্তু তিনি নোটিশের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইট ভাটা কার্যক্রম চালিয়ে যান। অবশেষে ২ এপ্রিল সকালে নির্বাহীEn ম্যাস্টিটেট আব্দুস সালামে নেতৃত্বে সরকারের ঐ জমি থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন। কিন্তু উচ্ছেদ অভিযানটি শুরুমাত্র ভাটা অফিস ভাংলেও ভাটার ক্লিনটিতে হাত দেয়নি। এদিকে ১৫ দিনের সময় দিয়ে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে নেন জমির মালিক এলাহীর ছেলেদের কাছ থেকে। অভিযোগ উঠেছে উচ্ছেদ অভিযানে এসে অদৃশ্য কারণে আংশিক উচ্ছেদ করে চলে যাওয়ায় বিষয়টি নিয়ে এলাকার জনমনে গুঞ্জুনের জন্ম নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।