ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসায়ীদের ভিঠায় ঘুঘু চরানো হবে: যশোর পুলিশ সুপার

admin
এপ্রিল ৩, ২০১৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর পুলিশ সুপার আনিসুর রহমান বলেছেন, মাদক বিক্রেতার বাড়ি ঘর উচ্ছেদ করা হবে। প্রয়োজনে তাদের বাড়ি ঘর ভিঠায় ঘুঘু চরানো হবে। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাড. আব্দুল আজিজ।সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন,মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছেন। মাদক বিক্রেতাদের জন্য যশোর জেলা নয়। তাদের উচ্ছেদ করতে স্থানীয় লোকজনের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার আরো বলেন, মাদক বিক্রেতাদের মধ্যে রমা,মোহাম্মদ আলী, রহিমসহ উল্লেখযোগ্যদের ধরিয়ে দিPOলে পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং ছোটখাটো মাদক বিক্রেতা ও ব্যবসায়ীকে ধরিয়ে দিলে ২/৩ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা রবিউল আজিজ তপু, ফিরোজ খান, ইমাম হাসান লাল, কোতয়ালি থানার অফিসার ইনচার্জ শিকদার আক্কাছ আলী, জহিরুল আলম, জাহাঙ্গীর আলম চঞ্চল, জাহাঙ্গীর হোসেন, শেখ ইউনুচ আলী, ফারুক হোসেন,তোফাজ্জেল হোসেন তোতা, আশরাফুল আলম সাবু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।