ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে চলছে বর্ষবরণ প্রস্তুতি সংশপ্তক শিল্পী গোষ্ঠির আঙ্গীনায় চলছে নাচ-গানের মহড়া

admin
এপ্রিল ১০, ২০১৫ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বাঙ্গালীর অন্যতম উৎসব ১লা বৈশাখ নববর্ষ দ্বারপ্রান্তে। বৈশাখ আসে সবিশেষ তাৎপর্য নিয়ে, অতীতকে ভুলতে-আর ভবিষ্যতের অপার সম্ভবনায় আশান্বিত হতে। অসম্প্রদায়িতক সচেতনায় সুপ্রাচীনকাল থেকে বিশেষ করে সম্রাট আকবরের শাসনামলে নতুন বছরের দিন ধরে পহেলা বৈশাখকে খাজনা/কর আদায়ের সুবিধার্থে চালু করা হয়। সেই থেকে বাঙ্গালী জাতির চিরচারিত শ্বাসতরূপে পহেলা বৈশাখ উৎসবের আমেজে পালিত হয়ে আসছে। নববর্ষ বাঙ্গালী জাতি স্বত্বার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। পুরাতনকে প্রবল বেগে ঝেড়ে ফেলে নতুনকে বিপুল উচ্ছ্বাসে বরণ করার মধ্যই নববর্ষের তাৎপর্য নিহিত। উৎসব পাগল বাঙ্গালীর মননকে উদ্দীপ্ত করে, আনন্দের স্পর্শে প্রেরনা সঞ্চার করে। জমিদাররা একসময় পূণ্যাহর আয়োজন করতেন নববর্ষের প্রথম দিনে। জীবনের দূরত্ব কমিয়ে প্রজাদের কাছাকাছি আসার এ সুযোগ বিলীন হয়ে গেছে কবেই। কিন্তু এখনো এর কিছু রেশ রয়েছে গেছে হালখাতায়। ব্যবসায়ীরা বছরের শুরুতে হালখাতায় অনুষ্ঠান করেন। খদ্দের আর পৃষ্টপোষকরা এসে পুরাতন হিসাব মিটিMonirampur Picture 10.04.2015য়ে নতুন খাতার হিসাব মিলাতে শুরু করেন। সার্বিকভাবে নর্ববর্ষকে ঘিরে বাঙ্গালীর ঘরে ঘরে চলে উৎসবের আমেজ। নববর্ষ তথা বর্ষ বরণ উদযাপন করতে সারাদেশের ন্যায় মণিরামপুর উপজেলাতেও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহল মুখিয়ে আছেন। আবহমানকাল থেকে বাঙ্গালীর স্বত্বার সাথে মিশে থাকা চিরায়িত বর্ষবরণ উৎসব উদ্যাপনের আয়োজনে নিজেদের উপস্থাপন করতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন উপজেলা অন্যতম সাংস্কৃতিক সংশপ্তক শিল্পী গোষ্ঠি। পহেলা বৈশাখে নিজেদের সংগঠনের আঙ্গিনায় চলছে নাচ গানের মহড়া। মণিরামপুর উপজেলা প্রশাসনের প থেকে দিনটিকে ঘিরে নেওয়া হয়েছে ৪ দিন ব্যাপী অনুষ্ঠানমালা। নাচ, গান, ভ্রম্যচারী নৃত্য, আবৃত্তিসহ নানা আয়োজনের এক মহাযোজ্ঞ দর্শক শ্রোতাদের বিমুগ্ধ করতে চলছে তোড়জোড়। এদিন নতুন সূর্য্যদেয়ের পর আবাল, বৃদ্ধ-বণিতার সম্মিলিত কণ্ঠে রবী ঠাকুরের নববর্ষের আবহন “এসো হে বৈশাখ, এসো এসো” এর মাধ্যমে ১৪২২ বঙ্গাদ্ধ বরণ করতে মঙ্গল শোভা যাত্রায় অংশ নিবেন উপজেলা প্রশাসন, সংশপ্তক শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংশপ্তক শিল্পী গোষ্ঠির নাচের শিার্থীদের তালিম দিয়ে চলেছেন শিক গণি আর গানে সংগঠনের শিক সঞ্জয় মল্লিক। নববর্ষের প্রথম প্রহরে মঙ্গল শোভা যাত্রা শেষে সকালের নানা অনুষ্ঠানমালার পর দ্বিতীয়ে পর্বে শুরু হবে আলোচনা সভা ও মনোঞ্চ সংস্কৃতিক অনুষ্ঠান। এভাবে ৪ দিন ব্যাপী চলবে নানা অনুষ্ঠানমালা। সংশপ্তক শিল্পী গোষ্ঠির সভাপতি সাইফুল আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবারের ন্যায় এবারও নানা অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপনে চলছে নানা কর্মযজ্ঞ। সাধারণ সম্পাদক সঞ্জয় মল্লিক বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল অপছায়া দূর হয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।