ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নির্বাচনী সহিংসতা বন্ধে কর্মশালা অনুষ্ঠিত

admin
এপ্রিল ১৩, ২০১৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গতকাল শনিবার বিকেলে মণিরামপুর পৌরসভা মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট ও সুজনের উদ্যোগে নির্বাচনী সহিংসতা বন্ধের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা শাখার সুজনের সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সূধীজনদের নিয়ে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন উপজেলা শাখার সাধারন সMonirampur 11.04.15ম্পাদক অধ্যাপক আব্দুল আলীম। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা নির্বাচনী সহিংসতা বন্ধে নিজ নিজ মতামত তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, সুজনের উপদেষ্টা অরুন কুমার নন্দন, খানপুর ইউপি চেয়ারম্যান এড. মুজিবুর রহমান, মণিরামপুর প্রেসক্লাবের উপদেষ্টা এমএ রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, বোরহান উদ্দীন জাকির, আসাদুজ্জামান রয়েল, বাবুল আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক এসএম সিদ্দিক, তথ্য ও গবেষনা সম্পাদক নুরুল হক, অশোক কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।