ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্বান্ত হলেন সৌদি পরিবার – ৪ লক্ষ টাকা খোঁয়া

admin
এপ্রিল ১৩, ২০১৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্বান্ত হলেন সৌদি আরব প্রবাসী এক পরিবার। অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে প্রবাসির ঘরে প্রবেশ করে নিয়ে গেছে নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরের মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ৪লাখ টাকার মালামাল।churie এদিকে প্রবাসির স্ত্রী, মেয়ে ও বোনকে রবিবার সকালে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসি উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার রাজগঞ্জের গৌরিপুর গ্রামে। জানা যায়, ১১এপ্রিল রাত ১টার দিকে ওই গ্রামের মৃত বদর উদ্দিন খাঁ’র ছেলে সৌদি প্রবাসি আব্দুল হান্নান খাঁ’র স্ত্রী শাহিনা বেগম (৪০) তার বড় মেয়ে সুমাইয়া খাতুন (২২) ও হান্নানের বোন জহুরা বেগম (৪২) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। এসময় অজ্ঞান পার্টির ৭/৮জনের একটি সংঘবদ্ধদল কৌশলে গ্রিলের তালা খুলে ঘরের ভিতর প্রবেশ করে। পরে ঘুমিয়ে থাকা প্রবাসি পরিবারকে অজ্ঞান করে ঘরের মধ্যে থাকা নগদ ১লাখ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞান পার্টির কবলে পড়ে ওই প্রবাসি পরিবারের সকলেই কেশবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।