যশোরের মণিরামপুরে নবম শ্রেণীর এক শিক্ষাথীকে পিটিয়ে আহত করেছেন স্কুলের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক। এই ঘটনায় আহত শিক্ষার্থী উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝিয়ালী-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর গণিত ক্লাস চলাকালে বেঞ্চ নড়া-নড়ি নিয়ে শিক্ষার্থী সোহাগ হোসেন এর সাথে অপর এক শিক্ষার্থীর ঝগড়া হয়। এতে শ্রেণীর শিক্ষক তৌহিদুল ইসলাম সোহাগকে বেত্রাঘাত করে। একাপর্যায়ে, শ্রেণী শিক্ষক তৌহিদুল ইসলাম প্রধান শিক্ষককে ডেকে আনলে প্রধান শিক্ষক সোহাগকে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। আহত সোহাগকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এই ঘটনায় আহত সোহাগ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে। সোহাগের পিতা আব্দুল আলিম বলেন, আমার ছেলেকে অমানবিক নির্যাতন করা হয়েছে। আমি এর বিচার চাই। প্রধান শিক্ষক জামাল উদ্দীন মুন্না বলেন, স্কুলের বিধি পরিপন্থি কাজ করার জন্য তাকে শাসন করা হয়েছে। শিক্ষা অর্জনের জন্য আমরাও শিক্ষকের কাজ থেকে অনেক মার খেয়েছি।