আজ যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সভাপতি একটি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আব্দুল ওহাব মুকুল, ওহাবুজ্জামান ঝন্টু ও রিমন খান। সহ-সভাপতি একটি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন শাপলা রহমান ও প্রদীপ ঘোষ। সাধারণ সম্পাদক একটি পদে দুইজন নির্বাচনী লড়াইয়ে অবতীণ হয়েছেন তারা হলেন বর্তমান সাধারণ সম্পাদক সাকিরুল কবীর রিটন ও তৌহিদ মনি। যুগ্ম সাধারণ সম্পাদক একটি পদে দুই জন ভোট যুদ্ধে নেমেছেন। তারা হলেন ফটো সাংবাদিক নূর ইমাম বাবুল ও ফটো সাংবাদিক ইলিয়াস সাজু। কোষাধ্যক্ষ একটি পদে দুইজন ভোট করছেন তারা হলেন রেজাউল করিম রুবেল ও আসাদুজ্জামান আসাদ। প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক অসীম বোষ।