ঢাকাবুধবার , ৬ মে ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

অনুষ্ঠিত হলো সাহিত্য পত্রিকা ‘বাঁকড়ার আলো’ ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন ও কবিতা পাঠের আসর

admin
মে ৬, ২০১৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

হোসাইন নজরুল হক ঃ
সাহিত্য পত্রিকা ‘বাঁকড়ার আলো’র ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গত ৩মে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রী কলেজ মিলনায়তনে বাঁকড়ার আলো’র সম্পাদক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন লিটিল ম্যাগ যাত্রী’র সম্পাদক ও দৈনিক আমার সময় মণিরামপুর উপজেলা প্রতিনিধি হোসাইন নজরুল হক, রঘুনাথনগর কলেজের অধ্য আব্দুল ওহাব, পড়শি’র সম্পাদক সফিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুস সালাম। কবি হেলাল আনোয়ার ও বাঁকড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্য গাজী আব্দুসBankra alo.3 সাত্তার-এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি আব্দুস সালাম, কবি হোসাইন নজরুল হক, কবি সন্তোষ কুমার দত্ত, কবি শান্তনু চক্রবর্ত্তী, কবি এরশাদ হারুন,কবি ও কথা সাহিত্যিক রেজাউল করিম, কবি নজরুল ইসলাম খান, কবি ও গবেষক আলী আকবর, কবি শাহাজান কবীর, কবি তোজাম্মেল হক, কবি ও ঔপন্যাসিক মাসুমা মিম, কবি ইমদাদুল ইসলাম ইমদাদ,কবি দেবল দাস কবি মোস্তাক মোহাম্মদ প্রমুখ। ঝিকরগাছা উপজেলার স্থানীয় কবি সাহিত্যিক ছাড়াও যশোর, মণিরামপুর, কেশবপুর, শার্শা, চৌগাছা ও কলারোয়া অঞ্চলের শতাধিক কবি সাহিতিকের মিলন মেলায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।