ঢাকামঙ্গলবার , ১২ মে ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে প্রবাসী স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা

admin
মে ১২, ২০১৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এক প্রবাসী স্ত্রীকে পিত্রালয় থেকে ফুসলিয়ে নিয়ে নগদ টাকা স্বর্নালংকার সহ প্রায় ৬লাখ টাকা হাতিয়ে নিয়ে ভারতে পাচার করতে যেয়ে ব্যার্থ হলেন মানবপাচার দালাল। এ ঘটনায় সম্ভলহারা প্রবাসীর স্ত্রী অবশেষে মানবাধীকারে ও থানায় অভিযোগ দায়ের করেছেন। কোতুয়ালী থানার মাহিদিয়া গ্রামের মালায়েশিয়া প্রবাসীর স্ত্রী তার পিত্রালয় থেকে নগদ ৪ লাখ টাকা ৩ ভরি ওজনের বিভিন্ন আইটেমের সোনার গহনা নিয়ে এক মাস আগে দিঘীরপাড় গ্রামের শহর আলীর ছেলে তুহিনের কথামত বাড়ি ছেড়ে আসে। তুহিন সুযোগ পেয়ে বিভিন্ন লোভMonirampur Picture 12 লালসা দেখিয়ে ফুসলিয়ে নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলে নিয়ে যায়। তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার সহ সব যত্নে রাখা হবে বলে নিয়ে নেয়। ঐ সময় তুহিন তার পিতা মাতার সাথে বউমা পরিচয়ে কথা বলিয়ে দেয়, এমনকি তার পিতার বাড়িতে সব জিনিস পৌছায়ে দিবে বলে জানায়। তার পরও প্রবাসীর স্ত্রী বিষয়টি ঘোলাটে বুঝতে পেরে বেনাপোল থেকে কৌশলে পালিয়ে ঢাকার উদ্দেশ্যে বাসে চড়ে বসে। কয়েকদিন ঢাকায় থাকার পর নিঃস্ব হয়ে সে তার পিত্রালয়ে সংবাদ দেয়। এ সময় তার ভাই বাদী হয়ে মনিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে থানার দারোগা হাসান আলী সরেজমিনে আসেন এবং বিষয়টির প্রায় সত্যতা পান বলে প্রতিনিধিকে জানান। ২৮ এপ্রিল ঢাকা থেকে তাকে উদ্ধার করে আনা হয় এদিকে বাড়িতে ফিরে প্রবাসীর স্ত্রী তার রক্ষিত সম্পাদ তুহিনের পরিবারের কাছে ফেরত চাই। তারা প্রথমে ফেরত দিতে চাইলেও অন্যের প্রভাবিত হয়ে ছলছাতুরী শুরু করে।। শেষমেষ কোন উপায় না পেয়ে অবশেষে ১১ মে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মনিরামপুর মানবাধীকারে ৩ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ উঠেছে তুহিন প্রায় প্রতি মাসে এক-দুইবার ভারতে যাতায়াত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।