ঢাকাশুক্রবার , ৫ জুন ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে অনলাইনে নামজারি ব্যবস্থাপনা চালু হচ্ছে

admin
জুন ৫, ২০১৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলার মনিরামপুর উপজেলায় অনলাইনভিত্তিক নামজারি বা মিউটেশন ব্যবস্থাপনা শুরু হতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে নিরাস, বিজনেস অটোমেশন লিমিটেড, ইনফো কনসাল্ট লিমিটেড। in২১ এপ্রিল অ্যাকসেস টু ল্যান্ড প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সামসুল আলম মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে অনলাইন ব্যবস্থাপনা পদ্ধতির কারিগরি ও ব্যবহারিক দিক পর্যালোচনা করেন। ধারণা করা হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমির নামজারি আবেদন ও নিষ্পত্তি সম্পন্ন করা যাবে ছয় দিনে, যা বর্তমানের তুলনায় ৭০ শতাংশ সময় সাশ্রয় করবে। অনলাইন নামজারি ব্যবস্থাপনা সিস্টেম খাসজমি সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে। ঘরে বসেই বা সরকার অনুমোদিত ডিজিটাল সেন্টার থেকে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়াও পর্যবেক্ষণ করা যাবে। কাজের জন্য দরকারি ল্যাপটপ, স্ক্যানার ও অন্যান্য যন্ত্রাংশ মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামকে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।