মঙ্গলবার মনিরামপুরের ঢাকা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে দিনব্যাপী মৌসুমি ফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্কুল চত্বরে অনুষ্ঠিত ফল প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শরিফ নজরুল ইসলাম। স্কুলের সভাপতি প্রভাষক আলী হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল জব্বার সরদার, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম.মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক সঞ্জয় দেব নাথ, নুর জাহান পারভীন হেনা।মেলায় কয়েকটি ষ্টলে দেশীয় অন্তত: ৫০ প্রকারের মৌসুমি ফল প্রদর্শন করা হয়।