দৈনিক যুগান্তর ও দৈনিক জন্মভূমির মনিরামপুর প্রতিনিধি অধ্যাপক আব্দুল আলীমের পিতা আলহাজ্ব এমান আলী গাজী বার্ধক্যজনিত রোগে ভূগে বুধবার রাত ১২ টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিলাহী———রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে সাংবাদিক আবদুল আলীমের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মনিরামপুর প্রেসকাবের সকল সাংবাদিকবৃন্দ।