ঢাকারবিবার , ১৪ জুন ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সড়কের ব্রিজের ভিতর বাস উল্টে আহত ১০

admin
জুন ১৪, ২০১৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বাইবাস সড়কে ব্রিজের মাটিতে পিসলিয়ে ব্রিজের ভিতরে বাস উল্টে পড়ে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংখ্য জনক। জানা যায়, শনিবার বিকাল ৪ টার সময় ঢাকা মেট্রো চ- ৮৪৩৪ নম্বরের যাত্রীবাহী বাসটি রাজগঞ্জ থেকে ছেড়ে যশোর যাওয়ার পথিমধ্যে busমানিকগঞ্জ নতুন ব্রীজ সংলগ্ন বাইপাস সড়কে ঢুকা মাত্রই ব্রিজের মাটিতে পিসলিয়ে বাসটি পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রী হরিশপুর গ্রামের শাহিন(১৯) , ঝিকরগাছার আতিয়ার(৬৫), দিঘীরপাড় গ্রামের সাখাওয়াত(৬২) ও তার বউমা লাইমা খাতুন, মোবারকপুর গ্রামের সাবু(১৯) ও তার মা ফেরদৌসী (৩৫) সহ ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজগঞ্জের তফি ক্লিনিকে ভর্তি করেন। এর মধ্যে সাখাওয়াত এর অবস্থা গুরুতর। এই বাইপাস সড়কটি এখন মানুষের মরন ফাঁদ হিসাবে পরিনত হয়েছে। ব্রীজটি তৈরীর সময় বাইপাস সড়কটি অপরিকল্পিত হওয়ায় প্রায় দূর্ঘটনার কবলে পড়ছে যাত্রী বাহী গাড়ী সহ সকল প্রকারের যানবাহন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।