যশোরের মণিরামপুর উপজেলার দোদাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্য ঘটেছে। এরা হলেন ওই গ্রামের আব্দুল আজিজের পুত্র মিলন হোসেন (৩৪) ও সুমন হোসেন (২৪)। এ সময় ফতেমা খাতুন নামের এক গৃহবধু ও শিমুল নামে এক শিশু আহত হয়েছে। গতকাল রবিবার সকাল পৌনে ৮ টার দিকে দোদাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানাযায়, ঘটনার সময় মিলন বাড়ীর পার্শ্বে পুকুর পাড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ওই দেখে তাকে ছাড়াতে গিয়ে ছোট ভাই সুমনও জড়িয়ে যায় বিদ্যুতের তারে। পরে স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু ঘটে। গ্রামবাসী জানায়, ওই গ্রামে আব্দুস সামাদ নামের এক ব্যক্তির বাড়ী থেকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেয় পাশের একটি ইট ভাটায়। ওই তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু ঘটেছে। এ ব্যাপারে স্থানীয় একাধিক নারী-পুরুষ জানান, ওই বিপদজনক অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। জানাগেছে একই পরিবারে দু’ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।