সরকারি ও বে-সরকারি পর্যায়ে সকল প্রতিষ্ঠানে তথ্যে জনসাধারনের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করন ও এ বিষয়ে ব্যপক জন সচেতনতা বৃদ্ধির লক্ষে আরটি আই অনলাইন ট্রাকিং সিস্টেমের পাইলট প্রকল্প উদ্বোধন বিষয়ক এক মতবিনিময় সভা রোববার দুপুরে মণিরামপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ডি-নেট ও গ্রামের কাগজের আয়োজনে এবং তথ্য কমিশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ন কবির বলেন, বর্তমানে সরকারি ও বে-সরকারী পর্যায়ে প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রতিটি কর্মকান্ডে মানুষের জানার অধিকার নিশ্চিত করতে যে অবাধ সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে যে কোন কর্মকান্ডের স্বচ্ছতা, জবাব দিহিতা নিশ্চিত করন সম্ভব। তিনি বলেন, আরটি আই ট্রাকিংয়ের
মাধ্যমে কোন ব্যক্তির অনলাইনে তথ্য জানতে চাওয়ার আবেদনে জবাব প্রদানে গড়িমিসি কোন সুযোগ নেই। আবেদনকারি থেকে শুরু করে বাংলাদেশের তথ্য কমিশনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এটি প্রতিনিয়ত মনিটরিং আওতায় রয়েছে। তিনি বলেন, ২০১২ সাল থেকে তথ্য অধিকার আইনটি চালু হলেও জন সচেতনতার অভাবে এটি কাঙ্খিত লক্ষে পৌছতে পারেনি। তাই এ বিষয়টির সুফল প্রাপ্তিতে ব্যপক প্রচারের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সবাইকে এগিয়ে আসতে হবে। তথ্য অধিকার আইনটি দূর্নিতিবাজদের বিরুদ্ধে জনতার সজাগের আইন তাই এটি পরিপূর্ণ বাস্তবায়ন হলে সমাজের প্রতিটি সেক্টরে
সমহারে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে, নিশ্চিত হবে মানুষের অধিকার। প্রকল্পের মিডিয়া পার্টনার দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ওসম্পাদক মোবিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) কামরুজ্জামান,
ডি-নেট এর উপ-পরিচালক মাসুদুর রহমান, সহকারী পরিচালক ফজলুল কাদের চৌধুরী, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও মণিরামপুর জানাকের সভাপতি নাজমা খানম। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভুমি ও উপজেলা প্রশাসকের দপ্তরের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ডিটিটাল সেন্টারের উদ্যোক্তারা। মতবিনিময় সভায় তথ্য অধিকার আইনের বাস্তবায় ও এ বিষয়ে জনসচেনতা সৃষ্টিতে কয়েকটি ভিডিও ক্লিপ উপস্থাপন করা হয়।