ঢাকাশনিবার , ১১ জুলাই ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে মণিরামপুর যশোরের শ্রেষ্ট উপজেলা নির্বাচিত

admin
জুলাই ১১, ২০১৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় জনসংখ্যা দিবসে যশোর জেলার শ্রেষ্ট উপজেলা হিসেবে মণিরামপুর উপজেলাকে সন্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর মণিরামপুর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর হাতে উক্তMonirampur Picture সন্মাননা ক্রেস্ট তুলে দেন। স্বাস্থ্য অধিদপ্তর যশোরের উপ-পরিচালক শবনম মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার গিয়াসউদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক(চলতি দায়িত্ব) ডা: রফিকুল ইসলাম প্রমূখ। বিগত ১ বছরে উপজেলা চেয়ারম্যানের সরাসরি তত্বাবধানে উপজেলার জনসংখ্যা নিয়ন্ত্রন এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক মণিরামপুরকে জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাচিত করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রন এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে দেশের লক্ষ্যমাত্রার চেয়ে মণিরামপুর অনেকগুন বেশী সাফল্য অর্জন করেছে বলে আয়োজকরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।