ঢাকাসোমবার , ২০ জুলাই ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভিজিএফ এর চাল আত্মসাথের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান ও সচীবসহ ৬ জনকে মারপিট

admin
জুলাই ২০, ২০১৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুরে ঈদ উপলক্ষে গরীবদের মাঝে বিতরনের জন্য ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৬ জনকে মারপিট করেছে উত্তেজিত জনতা। অবশ্য ভারপ্রাপ্ত ওই ইউপি চেয়ারম্যানের দাবী একটি চক্র শত্রুতা মূলকভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে। ঈদের আগেরদিন শুক্রবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। জানাযায়, গত শুক্রবার উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মর্জিনা বেগম দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ জন্য প্রস্তুতি নেন। এ সময় স্থানীয় কিছু লোকজন তার বিরুদ্ধে ১৪’শ কেজি চাল আত্মসাতের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মর্জিনা বেগমকে মারপিট শুরু করে। তাকে মারপিটের ঘটনা দেকে এগিয়ে আসলে ক্ষুদ্ধ জনতা এ05কই পরিষদের সচিব মুস্তাফিজুর রহমান, গ্রাম পুলিশ ইকবাল হোসেন, রবিউল ইসলাম, মাসুম বিল্লাহ ও রবিউল হেসেন কে পিটিয়ে আহত করে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহতদের কে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মর্জিনা বেগম দাবী করেন মনোহরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি কালিপদ ও সাধারণ সম্পাদক সিদ্দিবুর রহমানসহ কয়েকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে। অবশ্য কালিপদ এবং সিদ্দিকুর রহমান জানান, চাল আত্মসাতের ঘটনা সত্য তাই এলাকার লোকজন উত্তেজিত হয়ে তাদেরকে মারপিট করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলাম জানান, িিবষয়টি আমি শুনেছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।