ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর প্রেসক্লাবঃ নিজেদের কু-কর্ম ঢাকতে  পদত্যাগকারীদের নিয়ে নোংরা খেলা

admin
জুলাই ২৯, ২০১৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রেসক্লাব থেকে তিন সাংবাদিকের পদত্যাগের বিষয়ে ক্লাব নেতৃবৃন্দ নোংরা খেলায় মেতে উঠেছে বলে সূত্রে জানিয়েছে। মূলতঃ তারা তাদের অপকর্ম ঢাকতে শুরু করেছে নাটকীয় কারবার।03

সোমবার রাতে সিনিয়র সাংবাদিক আনোয়ার পারভেজ অনুজ সদস্যপদ থেকে সেচ্ছায় পদত্যাগ করার পর মঙ্গলবার সকালে প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান ও সদস্য উত্তম কুমার বিশ্বাস পদত্যাগ করেন। সাংবাদিকতার নামে ও প্রেসক্লাবের টাকা কামানোর জন্য ব্যবহারে বিশ্বাসী নন এমন সাংবাদিকরা পদত্যাগ করতে পারেন বলে প্রচার হয়ে পড়ে। এতেই দিশেহারা হয়ে প্রেসক্লাবের জরুরীসভা আহবান করা হয়। নাম প্রকাশ না করার অনুরোধে জানিয়ে ওই সভায় উপস্থিত ছিলেন এমন একজন সিনিয়র সাংবাদিক জানান, পদত্যাগকারীদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ব্যাপক বিতর্কিত ঘুষখোর নির্লজ্জ অপপ্রচারের সিন্ধান্ত নিয়েছে। এমনটি ‘‘প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আগেই পদত্যাগ করেছে তিন সাংবাদিক’’ শিরোনাম দিয়ে সিন্ডিকেট খবর নিজ নিজ পত্রিকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সচেতন মহলের মতে, ‘‘এ যেন 4নিজেরা চরম খারাপ হয়ে ভালদের খারাপ বলা’’ প্রেসক্লাবের আব্দুল্লাহ আল মামুন সোহানের বিরুদ্ধে শ্যামলী গার্মেন্টের পক্ষ থেকে নিউজ সংক্রান্ত বিষয়ে ক্ষুদ্ধ হয়ে একটি অভিযোগ দেয়া হয়। সে খবরের কারনে ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ আনা হচ্ছে সেই খবর শতভাগ সত্য বলে লাইক দিয়েছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক মণিরুজ্জামান টিটো, সদস্য ইলিয়াস হোসেনসহ অসংখ্যা ইন্টারনেট ব্যবহারকারীরা। সকলের উদ্দেশ্যে প্রেসক্লাবের ধূয়া তুলসী পাতাদের অতি সামান্য তথ্য তুলে ধরা হলোঃ

  • প্রেসক্লাবের ঘরভাড়া নিতে জামানত দেয়া টাকা টা ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নিয়ে দেয়া।
  • প্রেসক্লাবের ঘরভাড়া ও বেনসন, গোন্ডলীফ সিগারেট খাওয়ার টাকা নেয়া হয় প্রতিমাসে থানার ক্যাশিয়ারের কাছ থেকে।
  • ইফতার মাহফিলটাও করা হয় একজন জনপ্রতিনিধির কাছ থেকে টাকা নিয়ে।
  • ঈদ বোনাসের নামে প্রেসক্লাবের নামে ডিজিটাল কায়দায় টাকা কালেকশন করা হয়।
  • বাংলা নববর্ষে পান্তা-ইলিশের খরচটাও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছ থেকে ঘুষ নিয়ে করা হয়েছিল।

সকল অন্যায়, অবিচার, দুর্নীতি, ঘুষ বানিজ্যের খবর না লেখার শর্তে ঘুষ নিয়ে প্রেসক্লাবের কতিপয় সাংবাদিক ঘুষ নিয়ে ভাগাভাগি করে চলেছে সর্বত্র অভিযোগ। এরাই যদি পদত্যাগকারীদের বলে ভাবমূতি ক্ষুন্নকারী, তাহলে ওই অপকর্মকারীরা তো ভাবমূর্তি উজ্জ্বলকারী? অবশ্য সবকিছুই তো চলছে উল্টো ধারায়, কাজেই চোরেরা হতেও পারে সাধু আর? খানিকটা হলেও স্বচ্ছরা হয়ে যেতে পারেন চোর’’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।