ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক বনাম সাংঘাতিক

admin
আগস্ট ৬, ২০১৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ সোহান (সম্পাদক)

দেশ ও জাতির বিবেক বলে খ্যাত সাংবাদিক সমাজ, দিন-রাত সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করে দেশ বিদেশের নানা খবর মানুষের কাছে পৌঁছে দেওয়াতেই ব্যস্ত থাকেন প্রকৃত সাংবাদিক সমাজ। সত্যকে খুঁজে বের করা, সত্যর মাঝে মিশ্রিত মিথ্যাকে আলাদা করে প্রকৃত সত্য, সমাজ ও জাতির কাছে উপস্থাপনই হলো সাংবাদিক সমাজের প্রকৃত বস্তুনিষ্ঠ দায়িত্ব। এবং প্রকৃত সাংবাদিক সমাজ এই মহান দায়িত্বেই সর্বদা ব্যস্ত থাকেন বলেই আমাদের সবার জানা। তবে ইদানিং সাংবাদিক সমাজের মধ্যে ঢুকে পরেছে ভূয়া সাংবাদিক নামে এক প্রকার সাংঘাতিক। যারা সাংবাদিকতার নামে মূলত অপসাংবাদিকতা এবং চাঁদাবাজিতেই মহাব্যস্ত। এই সাংঘাতিকদের হাত থেকে সাধারণ মানুষসহ সকলেই মুক্তি চায়।

অশিক্ষিত, কুশিক্ষিতরা অর্থের বিনিময়ে জাতীয়,স্থানিয় পত্রিকার পরিচয়পত্র সংগ্রহ করে সাংবাদিকতার নামে সাংঘাতিক ভাবে মানুষকে ইজ্জত হরণের নানা ভয়ভীতি দেখিয়ে, সহজ সরল আবেগ প্রবণ সাধারণদের সরলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত প্রতারণায় মেতে উঠেছে। যা সাংবাদিকতা আর সংবাদপত্রের জন্য সাংঘাতিক হুমকি স্বরূপ। সাংবাদিক নামে সাংঘাতিকদের অহমিকতা,দাম্বিকতা,পরচর্চা,প্রতারণা,পেশাদারীর নামে অন্যের প্রতি কাল্পনিক বদনাম রটানো,নিজ স্বার্থ হাসিলে এ রকম নিয়ম বহির্ভুত ঘোলা পানিতে মাছ শিকারের দৌরাত্ব দিনে দিনে বেড়েই চলেছে।এধরনের সাংবাদিকদের সাংঘাতিক দাপটে বিভিন্ন এলাকার নিরীহ জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠলেও প্রতিবাদের হিম্মৎ করছেনা।কারণ, এরা এলাকায় মানে আশ পাশের কলোনিতে,চায়ের দোকানে,নিরীহ স্কুল মাষ্টারের কাছে সাংবাদিক নামে পরিচিত। ওই লোক গুলো (যারা সাধারণ) সাংবাদিক নামের পবিত্র শব্দটিকে সম্মান করে ভালবাসে ।মধুর লেবেলে বিষের বোতল আবিস্কার করতে খুব বেগ ও পেতে হয় বটে,তবুও বলতে হয় ধর্মীয় একটি বাণী আছে যা স্মরণীয়,অর্থাৎ “সত্য যখন আসে তখন মিথ্যা চলে যায়, মিথ্যা চলে (পালানোর) যাবে নিশ্চয়” ভালো ও মন্দের সমন্বয়ে একটি সমাজ। মানুষ সবসময় অরক্ষিত আবেগ প্রবন, কেননা পারিবারিক,সামাজিক,রাজনৈতিক,ধর্মীয়,কোন না কোন ভাবে নিজেদের মাঝে ভুল বুজাবুজির ক্ষেত্র তৈরি হয়ে যায়। আর সেথায় সুই এর জায়গায় কুঠার বসিয়ে তিল কে তাল করে নিজের অনৈতিক মতলব হাসিল করার স্বার্থে ওই সকল সাংঘাতিকরা মুখরোচক, কাল্পনিক রসালো গল্প তৈরি করে জন সম্মুখে হাজির করে যা ভুক্ত ভোগীদের জন্য বিরক্তিকর,অস্বস্তিকর,সম্মানহানির বিষয়,তাই এ ধরনের উটকো ঝামেলা থেকে নিজেদের রক্ষা করতে সাংবাদিকতার নামে সাংঘাতিকদের বিরুদ্ধে কোন কিছু বলে না ওরা। যারা বলবে তাদের বিরুদ্ধে এসব সাংঘাতিকরা জাতীয় বা স্থানীয় পত্রিকায় নামে বেনামের সূত্রে সংবাদ প্রকাশের হুমকি দেয়। একটি ভুক্ত ভোগী পরিবারের কর্তার সূত্রে কি জানা যায় আসুন তাহলে দেখি,জানা যায়,ওই গৃহকর্তা বলেন,জমি সংক্রান্ত ঝামেলা থেকে এক ”সাংঘাতিক সাংবাদিকতার নামে আমার মেয়ের নামে মিথ্যা খবর ছাপিয়ে সমাজে আমাকে আমার পরিবার কে লাঞ্ছিত করেছে”।আরেকটি সুত্র আবেগ প্রবন হয়ে বলেন,” জানা মতে আমার কোন আত্নিয় স্বজনও মাদক ব্যাবসা কি তা জানে না, এমন কি মাদক কি জিনিস তাও বলতে পারিনা,অথচ আমাদের নামে মিছা সংবাদ দিয়ে আমাদের কে কলঙ্কিত করেছে অল্প পয়সায়”।অল্প পয়সায় ?প্রশ্ন করলে ভুক্ত ভোগী লোকটি বলেন “ভাই মাত্র ৩০০ টাকা আর এক পেক (প্যাকেট) সিগারেট আমার লাক টাকার ইজ্জত নষ্ট করল ওই সাংবাদিক নামের সাংঘাতিক। তাই অনেকে মান-সম্মানের ভয়ে ওইসব অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মুখ খুলতে রাজী নন এবং ওই সকল সাংবাদিকতার নামে ছদ্মবেশী সাংঘাতিকদের কিছু মহলের সাথে সম্পর্ক থাকার ফলে কিছু বলে উটকু ঝমেলা করতে চান না বলে জানান আরেকটি সুত্র । এক সাংবাদিক আমার দোকান থেকে বাকীতে চা সিগারেট নিত ৫০০ টাকার মত হয়েছে, আমি তার কাছে টাকা চাইলে সে বলে আমার দোকানে নাকি অবৈধ কাস্টমার বসে সে ইচ্ছা করলেই খবর ছাপাতে পারে তবে ৫০০ টাকার জন্যই ছাপাই না, চা দোকানদার বলেন ভাই আমি কসম করে বলছি মাত্র ৩০০০ টাকা আমার মূল পুঞ্জি তাও সুদে আনা। তিনি আরও বলেন, কোন সাহসে তার কাছে আমার ৫০০ টাকা পাওনা চাই বলেন ? আরেকটি সুত্র জানায়, কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠান করেছি,আমার প্রতিষ্ঠানে জানা মতে কোন অবৈধ কাজকর্ম করার সুযোগ নেই তথাপিও শুধু মাত্র এড না দেওয়ার পরিণামে আমার এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাল্পনিক সংবাদ ছাপিয়ে এ প্রতিষ্ঠানটির সুনামে বিঘ্নতা ঘটানোর পাঁয়তারা করছে। যদিও ক্ষমা চেয়েছে ওই কাজের জন্য।তার পরেও অনুমান নির্ভর ও ধরনের কাজ করাটা কি সঠিক ? মূলত সাংবাদিকতা একটি মহাপবিত্র সুস্থ সচেতন বিবেকের প্রেরনাও দ্বায়িত্ব। বলা হয়ে থাকে “জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।”আর এ কলমের কালির লেখকের প্রতি দুবর্লতা রয়েছে গনমানুষের । সাংবাদিকতায় যেমন রয়েছে ঝুঁকি, তেমন রয়েছে সম্মান ও আত্ম রোমাঞ্চ।সাংবাদিকতার নামে সাংঘাতিকতার ক্যান্সার টুকু বাদ দিলে যে টুকু থাকে তার সব টুকুই আত্মতৃপ্তি পাওয়ার জন্য একটি স্বাধীন লালসাহীন বিবেকের নাম সাংবাদিকতা । আর এই কারনেই সংবাদপত্রকে সমাজের দর্পণ আর সাংবাদিকদের জাতির বিবেক বলে আখ্যায়িত করা হয় ।তা ছাড়া সংবাদ পত্র একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবেও স্বীকৃত। একজন সৎ নির্ভিক ও নিরপেক্ষ সাংবাদিক সমাজের কাছে যেমন সমাদৃত তেমন দুর্নীতিবাজ , গুম,ছিনতাইকারি, খুনি , চোরাচালানী, মাদক ব্যবসায়ী ও সমাজ বিরোধী মতলববাজ,অবৈধ ফতুয়া বাজ,ঘোষখোর,ধর্ম ব্যবসায়ী, নারীলোভী,ক্ষমতালোভী, সন্ত্রাসিদের কাছে মুর্তিমান আতংক । কলেবর বৃদ্ধি করলে এমন অনেককেই উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায়। জানা আবশ্যক যে সাংবাদিক হওয়ার জন্য শিক্ষার কোন উল্লেখ্যযোগ্য মাপকাঠি না থাকলেও সুস্থ সচেতন বিবেকের ধারক ও বাহক শিক্ষিত পুরুষ মহিলা যারা একই সাথে দেশ ও জনগণের প্রতি অকৃত্তিম ভালবাসার যোগ্যতা বহনে সক্ষম নিজ ভাষার ব্যবহার সম্পর্কে সতর্ক জ্ঞান সম্পন্ন তারাই এ ক্ষেত্রে আবশ্যাক । এ ছাড়া যিনি , সাংবাদিকতার মত ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত হতে চান তার থাকতে হবে মানসিক ও শারীরিক যোগ্যতা ।একজন সাংবাদিককে হতে হবে মেধাবী , স্মার্ট ও চটপটে জানার আকাংখা। থাকতে হবে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মত ধৈযয়, সৎ-সাহস ও পজিটিভ দৃষ্টিভঙ্গি সম্পন্ন উদার মানসিকতা । ভদ্রোচিত ব্যবহার সাংবাদিকের একটি বিশেষ গুণ । সাংবাদিককে নিরপেক্ষ বিবেক সম্পন্ন হওয়া বাধ্যতামুলক। দুঃখের বিষয় সরকারি বেসরকারি দফতরের আসাধু কর্মকর্তা-কর্মচারী এসব টাউটদের কে সমীহ করছে, আবার তাদের অপকর্মে সহযোগিতা নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। শুধু এখানেই শেষ নয় টাউট হিসাবে চিহ্নিত এসব সাংঘাতিক সংবাদ কর্মীরা। অভিযোগ রয়েছে বিভিন্ন সম্যসা গ্রস্থ মানুষদের সরলতার সুযোগ নিয়ে এ সংবাদকর্মীরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিপদগ্রস্থ মানুষদের আরো বিপদে ফেলছে। তথ্য প্রযুক্তির এ যুগে সময় এসেছে এদেরকে চিহ্নিত করার।এরা আসলে সমাজ সুব্যবস্থার শত্রু। আসুন, আমরা এদের একে একে চিহ্নিত করে এদের মুখোশ উন্মোচন করি আর স্ব-স্ব অবস্থানে থেকে এদের প্রতিহত করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।