মণিরামপুরে ১ শিশুকে বিয়ে করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী টের পেয়ে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বরকে। রুপিয়া খাতুন নয়লা নামের ১০ বছরের ওই শিশু পৌর এলাকার মোহনপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। মিন্টু নামের ৪৪ বছর বয়সের ওই বরের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আক্কাজ আলী মোল্লার পুত্র। গ্রামবাসী জানায়, সপ্তাহ খানেক আগে নয়লার মা কোহিনুর বেগম পাড়ার কাউকে না জানিয়ে পার্শ্ববর্তী কেশবপুর বাজারে জৈনক এক মৌলভী’র মাধ্যমে মেয়েকে বিয়ে দেয়। রোববার বর মিন্টু শ্বশুর বাড়িতে এসে বউ নয়লাকে নিয়ে যাওয়ার জন্য আসে। মেয়েকে বরের হাতে তুলে দিতে শিশুটির মা কোহিনুর বেগম আসবাবপত্র, তৈজসপত্র গোজ করে। বিষয়টি তখনই ফাঁস হয়ে পড়ে। এক পর্যায়ে বিয়ের ঘটনাটি জানাজানি হলে এ অসম বিয়ের কারনে গ্রামবাসী ফুঁসে ওঠে। গ্রামবাসী শিশুটির পিতা নজরুল, মা কোহিনুর এবং বর মিন্টুকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটিসহ তার মা, কথিত বরকে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে বিচার কার্য চলছিল।