মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিটনেসবিহীন বাস ও রেজিস্ট্রেশনবিহীন মটর সাইকেল চালানোর দায়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জানা যায়, সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নজরুল ইসলাম পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মটর সাইকেল থেকে নগদ ৫ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করে। অপর দিকে বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৌর শহরে অভিযান চালিয়ে ১টি ফিটনেসবিহীন বাস ও ২টি মটর সাইকেলে থেকে ২হাজার ৪’শ টাকা নগদ জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলাম জানান, সরকারী নির্দেশনায় এ অভিযান চালানো হচ্ছে এবং এটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।