ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে পল্লীতে এক শিশুকে কুড়িয়ে পেয়েছে এলাকাবাসী

admin
অক্টোবর ১১, ২০১৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরের বেগারীতলা নামকস্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬/৭ বছরের এক শিশুকে কুড়িয়ে পেয়েছে এলাকাবাসী। জানাযায়, শরিফুল নামের শিশুটি ওই সন্ধ্যায় বেগারীতলা বাজারে রাস্তার ধারে কান্নাকাটি করতে দেখে বাজারে আসা লোকজন শিশুটিকে পার্শ¦বর্তী পাথালিয়া গ্রামের আব্দুল কাদেরের বাড়ীতে রাখে। আব্দুল কাদের জানান, শিশুটির কাছে তার পরিচয় জানতে চাইলে তার নাম শরিফুল, পিতার নাম রবিউল, মায়ের নাম রোজিনা এবং তাদের বাড়ী নাভারন বাজারের কাছে। সে আরো জানায়, তার নানার নাম মশিয়ার রহমান সে আখের রস বিক্রি করে। ছেলেটির বয়সে ছোট হওয়ায় তার পরিচয় মাঝে মধ্যে এলোমেলো বলছে। শিশুটির সন্ধান পেতে মোবইল নং-০১৭২৯-৪১৯৪৩৭। এছাড়া ওই এলাকাবাসির ধারনা কোন অপহরণকারী শিশুটিকে পাচারের উদ্দেশ্যে নেওয়ার পথে কোন সমস্যার কারণে ফেলে রেখে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।