ঢাকাশুক্রবার , ১১ ডিসেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে কোটি টাকার ভারতীয় মাল আটক নিয়ে বিজিবি ও ডিবি পুলিশের মধ্যে বাক-বিতন্ডা

admin
ডিসেম্বর ১১, ২০১৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুরে প্রায় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি ও ডিবি পুলিশ। আটককৃত মালামাল নিয়ে বিজিবি ও ডিবি পুলিশের মধ্যে বাক-বিতন্ডসহ তুল-কালাম ঘটেছে। এ দিকে ভারতীয় ওই মামলামাল আটক অভিযানের ব্যাপারে ডিবি পুলিশের দাবী মালামাল তারা আটক করেছে। অপরদিকে বিজিবি কর্মকর্তাদের দাবী ওই মালামাল আটকের জন্য তাদের অভিযান ছিল। কিন্তু ডিবি পুলিশের উদ্দেশ্য তাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। স্থানীয় প্রত্যাদর্শীরা জানান, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মণিরামপুর কলেজের সামনে ও জালঝাড়া এলাকায় ডিবি পুলিশের সাথে বিজিবি সদস্যদের কথা কাটাকাটি এবং বাক-বিতন্ডা লকরা যায়। এরপর খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশসহ ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাসান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সাংবাদিকদের জানান, একটি পিকআপ ভর্তি ভারতীয় মালামাল আটক নিয়ে বিজিবি ও ডিবি পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তারপর আটক মালামালসহ বিজিবি ও ডিবি পুলিশ সদস্যদের তার দপ্তরে এনে পিকআপ থেকে মালামাল নামিয়ে ৩ ঘন্টা ধরে জব্দ তালিকা তৈরী করে মালামাল যশোর কাষ্টমস দপ্তরে পাঠনোর সিদ্ধান্ত হয়। জব্দ তালিকা মালামালের মধ্যে পিকআপে থাকা ১৭ গাইটে ১০ প্রকার পণ্যের মধ্যে চাদর ২৭৪, সিল শাড়ী ৬০, জুলেহা শাড়ী ৬৪, জামদানী শাড়ী ৭৪, ল্যাহেঙ্গা ২৪, থ্রি-পিচ ১৬৯, সেরোয়ানী পাঞ্জাবী ছোট ৩৬, সেরোয়ানী বড় ২৫, সেরোয়ানী ওড়না ১৮, কোটি ১১ পিচসহ জব্দ তালিকা তৈরী করে। যশোর ডিবি পুলিশের এস,আই আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেশবপুর উপজেলা থেকে খুলনা মেট্টো-ন-১১-০৮১০ পিকআপ ভর্তি ভারতীয় শাড়ীসহ ১০ প্রকারের বিভিন্ন দামী কাপড় আটক করা হয়। এ মালামাল নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হন তারা। পথিমধ্যে মণিরামপুর কলেজ মোড়ের সামনে বিজিবির সদস্যরা তাদের সাথে খারাপ আচারণ করে। যশোর ২৬ বিজিবির নায়েব সুবেদার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের উর্দ্ধতন কর্মকর্তা লেঃ কর্ণেল জাহাঙ্গীর হোসেনের নির্দেশে ওই ভারতীয় মালামাল আটকের জন্য তাদের অভিযান ছিল। তার দাবী ডিবি পুলিশের উদ্দেশ্য যদি ভাল হবে তাহলে কলেজ মোড়ে পিকআপ থামিয়ে তারা কি করছিল। পাশাপাশি মালামালের সাথে গাড়ীর চালক অথবা কেউ আটক নেই। বিজিবির ওই কর্মকর্তা জানান, আটক মালামালের আনুমানিক মুল্য নির্ধারন করা হয়েছে ৬৩ লাখ এবং আটক গাড়ীর মুল্য ১৩ লাখ টাকা। জানাগেছে, আটক মালামালের ব্যাপারে বিজিবি এবং ডিবি পুলিশ বাদী হয়ে পৃথক-পৃথক ভাবে মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।