ঢাকাশুক্রবার , ২২ জানুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান, জরিমানা আদায়

admin
জানুয়ারি ২২, ২০১৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৩ ব্যবসায়ী ও ৩ গাড়ি চালকের জরিমানা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন। আদালতের বেঞ্জ সহকারী আ.মান্নান জানান,সরকারী আইন অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অভিযোগে চাউল বাজারের ব্যবসায়ী হাকোবা গ্রামের জীবন কুন্ডুর ১০ হাজার টাকা এবং হাফিজুর রহমানের ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আদেশ অমান্য করে পৌর শহরের রাজগঞ্জ মোড়ে বাস ও মোটরসাইকেল দাড় করিয়ে যানজট সৃষ্টি করে যাত্রী উঠানামা করার অপরাধে আমিনপুর গ্রামের জিল্লুর রহমান নামের এক বাস চালকের ৩ শ’ টাকা ও ঢাকা মেট্রো-চ ৭৫৮৭ গাড়িটি আটক করা হয়েছে। এছাড়া ভাড়ায় মোটরসাইকেল চালক পাড়দীয়া গ্রামের আল-আমীন ও শাহীনের ২ শ’ টাকা করে এবং রাজগঞ্জ মোড়স্থ লোটাস ফার্মেসীর মালিক অনুপ কুন্ডু তার দোকানের সামনে মোটরসাইকেল রাখার অভিযোগে ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।