মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৩ ব্যবসায়ী ও ৩ গাড়ি চালকের জরিমানা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন। আদালতের বেঞ্জ সহকারী আ.মান্নান জানান,সরকারী আইন অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অভিযোগে চাউল বাজারের ব্যবসায়ী হাকোবা গ্রামের জীবন কুন্ডুর ১০ হাজার টাকা এবং হাফিজুর রহমানের ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আদেশ অমান্য করে পৌর শহরের রাজগঞ্জ মোড়ে বাস ও মোটরসাইকেল দাড় করিয়ে যানজট সৃষ্টি করে যাত্রী উঠানামা করার অপরাধে আমিনপুর গ্রামের জিল্লুর রহমান নামের এক বাস চালকের ৩ শ’ টাকা ও ঢাকা মেট্রো-চ ৭৫৮৭ গাড়িটি আটক করা হয়েছে। এছাড়া ভাড়ায় মোটরসাইকেল চালক পাড়দীয়া গ্রামের আল-আমীন ও শাহীনের ২ শ’ টাকা করে এবং রাজগঞ্জ মোড়স্থ লোটাস ফার্মেসীর মালিক অনুপ কুন্ডু তার দোকানের সামনে মোটরসাইকেল রাখার অভিযোগে ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে।