ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

“ভোটের আগেই ভোট” মণিরামপুরে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকের মতামতেই আ’লীগ দলীয় মনোনয়ন

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ৫:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
ভোটের আগেই ভোট। মণিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী বাছাই করতে নেতৃবৃন্দ একের পর এক বৈঠক শেষে মঙ্গলবার তৃণমূল নেতৃবৃন্দের সরাসরি ভোটের মাধ্যমে দলীয় মনোনীত প্রার্থী বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্ত নেন। সেমোতাবেক ইউনিয়নের ৯ টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকগণ সরাসরি তাদের ভোট প্রদান করবেন। দুপুর ১২ টা থেকে মণিরামপুর মহিলা কলেজে উক্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তৃণমূল নেতৃবৃন্দের দেওয়া মতামতের উপর ভিত্তি করেই দলীয় প্রার্থী মনোনয়নের জন্য দলের উচ্চ পর্যায়ের নীতিনিধারকদের কাছে সুপারিশ পাঠানো হবে বলে আওয়ামীলীগ দলীয় সূত্রে জানাযায়। তবে সকাল থেকেই মহিলা কলেজের আশেপাশে উপজেলা বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের ভীড় করতে দেখা গেছে। আজই যানা যাবে কে কে হচ্ছেন উপজেলার ১৭ ইউনিয়নের নৌকার কান্ডারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।