বিশেষ প্রতিনিধিঃ
মণিরামপুরের রোহিতা ইউনিয়নে চেয়ারম্যান পদে বহিস্কৃত এক নেতাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে শুক্রবার যশোর-রাজগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সকাল থেকেই রোহিতার ভান্ডারী মোড় এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে উক্ত অবরোধ সৃষ্টি করে। এতে যশোর-রাজগঞ্জ ও মণিরামপুর-ঝিকরগাছা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দূর্নীতির দায়ে বহিস্কৃত সাবেক চেয়ারম্যন আবু আনছার সরদার দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে মাঠে নেমে চরম ভাবে পরাজিত হয়। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় মনোনীত প্রার্থী ইউপি আওয়ামীলীগ সভাপতি হাফিজ উদ্দিন সামান্য ভোটে বিএনপির প্রার্থীর কাছ্পেরাজিত হন। ওই সময়ই দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়। এরপর আর রাজনীতিতে পাওয়া যায়নি আবু আনছার সরদারকে। এমনকি দীর্ঘ আন্দোলন সংগ্রামে হাফিজ উদ্দিনের নেতৃত্বে এলাকায় আওয়ামীলীগ সুসংগঠিত। তারপরও গতকাল কেন্দ্রিয় আওয়ামীলীগ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর তালিকায় আবু আনছার সরদারের নাম থাকায় ফুসে উঠেছে রোহিতার নেতাকর্মীরা। রাতেই তারা স্থানীয় দলীয় কার্যালয়ে জরুরী সভা করে আজ শুক্রবার সকাল থেকে সড়ক অবরোধ করে। বহিস্কৃত নেতার মনোনয়ন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা এ অবরোধ অব্যহত রাখবেন বলে জানান।