বিশেষ প্রতিনিধি ঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী অনুযায়ী ইউনিয়ন পরিষদ সচিবদের ৩ দফার দাবীতে বাপসা মণিরামপুর উপজেলা কমিটি রবিবার মণিরামপুর উপজেলা নির্বাহী অফিস চত্বরে দিনব্যাপি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে। ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তার পদ মর্যাদা প্রদান, শতভাগ বেতন-ভাতা সহ সকল সুুবিধাদি সরকারী কোষাগার থেকে প্রদান এবং আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে সকাল ১০টা হতে বিকেল ৫ঘটিকা পর্যন্ত এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাপসা মণিরামপুর উপজেলা কমিটির উপদেষ্টা মৃনাল কান্তি সাহা, সভাপতি কৃষ্ণ গোপাল মুখার্জী, সহ-সভাপতি মোঃ শাহজামাল, সম্পাদক দূর্গাপদ কুন্ডু, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগাঠনিক সম্পাদক এস,এম রেয়াজুল কবীর, নাজমা খাতুনসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।