বিশেষ প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে ফয়সাল (৮) নামের এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার স্মরণপুর গ্রাম থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং এক আসামীকে আটক করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, প্রায় ১৬ বছর আগে ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের নওশের আলী ছেলে মিন্টু হোসেনের সাথে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের মৃত আনছার আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। সংসার জীবনে রানা ও ফয়সাল নামের দু’টো ছেলে সন্তান হয় তাদের। কিন্তু সাত বছর পূর্বে পারিবারিক কলহে শিউলী বেগম তার স্বামী মিন্টু হোসেনকে তালাক দেয়। এরপর থেকে ফয়সাল স্মরণপুর গ্রামে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করে আসছে। বেশ কিছুদিন যাবত যশোর কোতয়ালী থানার বৌ বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাগর শেখ অপহরণকৃত ফয়সালের বাবা মিন্টু হোসেন ও তার বড় ভাই রানার কাছে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে চাঁদা দাবি করে। কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করায় সাগর শেখ ক্ষিপ্ত হয়ে তাদের ক্ষতি করার হুমকি দেয়। সেই শত্রুতার জের ধরে ঘটনার দিন রাত আনুমানিক একটার দিকে একটি মাইক্রোবাসে করে ফয়সালকে তার নানা বাড়ি স্মরণপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায়। ফয়সাল ওই রাতে তার নানি ছালেহা বেগমের সাথে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলো। এঘটনায় মঙ্গলবার শিশুটির পিতা মিন্টু হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৫/৬ জনকে অভিযুক্ত করে মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় অভিযুক্তরা হলো, যশোর কোতয়ালী থানার বৌ বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাগর শেখ (৩৫),সাগর শেখের স্ত্রী জেসমিন বেগম (৩০) ও বিল্লাল হোসেন (৫০)। মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মণিরামপুর থানার এসআই মিজানুর রহমান জানান, ইতিমধ্যে মামলার ২নং আসামী সাগর শেখের স্ত্রী জেসমিন বেগমকে আটক করা হয়েছে। মণিরামপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর জানান, শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ সচেষ্ট রয়েছে।