বিশেষ প্রতিনিধি :
মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিদ্যুৎ রায় ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জু বিশ্বাস নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬৬জন শিক্ষক ভোটারের মধ্যে ৬৩ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের রায় প্রদান করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও মণিরামপুর কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আলীম জানান, এ নির্বাচনে পুরুষ ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বি ৪ প্রার্থীর মধ্যে অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন ৪২ ভোট এবং বিদ্যুৎ রায় ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রতিদ্বিন্দ্বি প্রার্থী বি.এম আব্দুল হালিম ২৮ ভোট এবং মাহমুদুল ইমরান ২৩ ভোট পেয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে ৩৫ ভোট পেয়ে মঞ্জু বিশ্বাস নির্বাচিত হয়েছেন। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি দিলরুবা আফরোজ পেয়েছেন ২৭ ভোট।