ঢাকারবিবার , ১ মে ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ স্বামীর ঔষধ আর ছে‌লে মে‌য়ে‌দের পড়া‌শোনার খরচ তা‌কে জোগাড় কর‌তে আজও এ‌সে‌ছে ইট তৈ‌রির কা‌জে

Tito
মে ১, ২০১৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি : পহেলা মে বা মে দিবস কি ? কেনইবা মে দিবস পা‌লিত হয় ? তার কিছুই জা‌নেনা ম‌রিয়ম (ছদ্দনাম)। শুধু জা‌নে কাজ না কর‌লে পে‌টে ভাত যা‌বে না। অসুস্থ স্বামীর ঔষধ আর ছে‌লে মে‌য়ে‌দের পড়া‌শোনার খরচ তা‌কে জোগাড় কর‌তেই হ‌বে।
‌শিমুলের (ছদ্দনাম) বয়স মাত্র ১২। এখন বই খাতা নি‌য়ে স্কু‌লের বারান্দায় থাকার কথা থাক‌লেও ভোর হ‌তে না হ‌তেই এ‌সে‌ছে ভাটার কাদা তৈরী কর‌তে। আজ মে দিবস তা কেউ তা‌কে ব‌লে‌নি। আর বল‌লেও কি, বাবার সংসা‌রে স‌মি‌তির কি‌স্তি আ‌ছে। কা‌জে না আস‌লে বা‌ড়ি‌তে ভাত নেই তার জ‌ন্যে।
তাই প্র‌তি‌দি‌নের ন্যায় দু’জ‌নে আজও এ‌সে‌ছে ম‌ণিরামপু‌রের প‌শ্চিমাঞ্চ‌লের এক‌টি ভাটায় ইট তৈ‌রির কা‌জে।

FB_IMG_1462100852472

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।