ঢাকাশনিবার , ২১ মে ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

যার জমি সেই চাষ করবেন, দেশে আইন-বিচার রয়েছে-জেলা প্রশাসক ড.হুমায়ুন কবির

Tito
মে ২১, ২০১৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
যার জমি সেই চাষ করবেন, কারো জমি কেউ অবৈধ ভাবে দখল নিতে আসলে প্রশাসনের সহায়তায় তা প্রতিহত করতে হবে। দেশে আইন-বিচার রয়েছে। গায়ের জোরে কেউ কারো জমি দখল করবে তা হতে দেওয়া হবেনা। শনিবার দুপুরে মণিরামপুরের রামনাথপুর গ্রামে আবাদি জমি নষ্ট করে মাছের ঘের তৈরীর অভিযোগ সরেজমিনে তদন্তে এসে জমি মালিকদের সাথে মতবিনিময়কালে যশোরের জেলা প্রশাসক ড.হুমায়ুন কবির একথা বলেন। এসময় তার সফর সঙ্গী যশোরের পুলিশ সুপার আনিচুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আটক করা হবে। এব্যাপারে তিনি স্থানীয় সহায়তা কামনা করে আসামী আটকে সহায়তাকারীকে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেন। মতবিনিময়কালে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, জমি মালিকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।