ঢাকাবুধবার , ১ জুন ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন মণিরামপুরের ১৬ ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান ও ১’শ ৯০ জন সদস্য

admin
জুন ১, ২০১৬ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

safat safat1

বিশেষ প্রতিনিধিঃ

মণিরামপুরের ১৬ টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ১৬ চেয়ারম্যান ও ১’শ ৯২ জন ইউপি সদস্যের মধ্যে ১’শ ৯০ জন শপথ নিয়েছেন। গতকাল বুধবার বেলা ১১ টায় যশোর জেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক ড.মো: হুমায়ুন কবীর নব-নির্বাচিত ১৬ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান বলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুত্র জানায়। এদিকে একইদিন বেলা সাড়ে ১১ টায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। এদিন সকাল ১০ টায় সদস্যদের শপথ নেয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠান শুরু হয়েছে। শপথ গ্রহণের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এদিকে গেজেট না হওয়ায় খেদাপাড়া ইউনিয়নের ৪ নং খড়িঞ্চি ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান অথবা আব্দুর জব্বার, মৃত্যুবরণ করায় মশ্মিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিয়ার রহমানের শপথ হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা (অতি:) নাসরিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত তরফদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা দিলীপ কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল-এমরান ও থানার ওসি তাহেরুল ইসলামসহ মণিরামপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, উচ্চ আদালতে মামলা চলমান থাকায় উপজেলার ৮ নং হরিহরনগর ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।