ঢাকারবিবার , ১০ জুলাই ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের মান্দারতলায় উপজেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

Tito
জুলাই ১০, ২০১৬ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকালে কিছুটা বৃষ্টি বিঘ্নিত হলে উৎসাহ উদ্দীপনার কমতি পড়েনি মুসল্লিদের মাঝে। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে বৃষ্টির কারণে কিছু কিছু ঈদগাহের নামাজ নিকটস্থ মসজিদে অনুষ্ঠিত হলেও উপজেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পৌর এলাকার জুড়ানপুর ওয়ার্ডের মান্দারতলা ঈদগাহ ময়দানে।unnamed

জুড়ানপুর, তাহেরপুর, কাশিপুর, বিজয়রামপুর, লাউড়ী, মাঝিয়ালী, হালসা, পাড়দিয়া, চন্ডিপুর, চাঁদপুরসহ আশেপাশের প্রায় ১৫-১৬ টি গ্রামের মুসল্লিরা প্রাচীনতম এ ঈদগাহে কয়েক’শ বছর যাবৎ ঈদের নামাজ আদায় করে আসছেন। এবারো প্রায় ৫ হাজারেরও বেশী মুসল্লি এখানে একত্রে ঈদের নামাজ আদায় করেছেন। বৃহৎ এ ঈদের নামাজে বংশ পরমপরায় ইমামতি করেন কাশিপুর পীরবাড়ির কনিষ্ট পীর হাফেজ আলহাজ্ব মোহাম্মদ হাফিজুর রহমান। নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।