ঢাকাশুক্রবার , ২ সেপ্টেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের পানিবন্দি মানুষের মাঝে গ্রামের কাগজ সম্পাদক মুবিন, এমপি নাবিল ও কালের কণ্ঠের ত্রাণ বিতরণ

Tito
সেপ্টেম্বর ২, ২০১৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

02বিশেষ প্রতিনিধি ঃ
মণিরামপুরের জলাবদ্ধ এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন। উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের জলাবদ্ধ ২শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, উপজেলা মহিলা লীগের সভাপতি রীতা রানী পাড়ে, উপজেলা স্কাউটস সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ লিটন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার প্রনব দাস, ফটো সাংবাদিক এম এ মানিক, কালের কণ্ঠ প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার, নারী কণ্ঠ প্রতিনিধি অধ্যাপক এম, আলাউদ্দীন, প্রেসক্লাব মণিরামপুরের সহ-সভাপতি সাজেদুর রহমান লিটু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটো, প্রচার সম্পাদক তাজাম্মুল হুসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ শরীফ, গ্রামের কাগজের দূর্বাডাঙ্গা প্রতিনিধি জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। শুক্রবার উপজেলার হাসাডাঙ্গা, কুলটিয়া ও হাজিরহাট এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় যশোর সদর আ’লীগের সভাপতি ও দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার প্রকাশক/সম্পাদক মোহিত কুমার নাথ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, আ’লীগ নেতা ফারুক আহম্মেদ কচি, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, এ্যাড. সেতারা বেগম, লাইজু জামান প্রমূখ উপস্থিত ছিলেন। অপরদিকে কালের কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে উপজেলার শ্যামকুড় এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলমের নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ফটো সাংবাদিক ফিরোজ গাজী, মণিরামপুর প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার, কেশবপুর প্রতিনিধি নুরুল ইসলাম খান প্রমূখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।