ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

এবার একদিনের বেতন দিয়ে মণিরামপুরের বন্যার্তদের পাশে দাড়ালেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

Tito
সেপ্টেম্বর ৭, ২০১৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
এবার মণিরামপুরের জলাবদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মকচারীবৃন্দ। বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু নিকট একদিনের বেতন বাবদ চল্লিশ হাজার ছয়’শ টাকা হস্তান্তর করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার শুসান্ত কুমার তরফদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মানিক সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক মেল, এস চৈতন্য কুমার দাস, প্রদীপ কুমার, ফরহাদ শরীফ, সঞ্জয় দাস, সাধন কুমার প্রমূখ। এর আগে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বন্যার্তদের সাহায্যার্থে একদিনের বেতন প্রদান করেন উপজেলার সকল প্রাথমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ। উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর আহ্বানে বন্যার্তদের সাহায্যার্থে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস, ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট তাদের একদিনের বেতন স্বেচ্ছায় প্রদান করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।