ঢাকাসোমবার , ১০ অক্টোবর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ম‌নিরামপু‌রে ফেয়ার প্রা‌ইজের ১০ টাকা কেজি দরে চাল বি‌ক্রি শুরু :: ২৪ হাজার পরিবার পাচ্ছে সুবিধা

Tito
অক্টোবর ১০, ২০১৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ

ম‌নিরামপু‌রে ফেয়ার প্রাই‌জের ১০ টাকা দ‌রে চাল বি‌ক্রি কাযর্ক্র‌মের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। সোমবার উপ‌জেলার জালঝাড়া ও বা‌কোশ‌পোল এলাকায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর উ‌দ্বোধন ক‌রেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান আমজাদ হো‌সেন লাভলু। এসময় অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা খাদ্য‌ নিয়ন্ত্রক ফা‌তেমা সুলতানা, স্কাউটস সম্পাদক ফারুক আহ‌ম্মেদ লিটন, ফেয়ার প্রাইজ প‌রি‌বেশক মেসার্স শা‌হিন এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী শ‌হিদুল ইসলাম শা‌হিন প্রমূখ।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূ্রে জানা যায়,উপজেলার ২৪ হাজারেরও বেশি পরিবার মাসে ৩০ কেজি হারে দশ টাকা কেজি দরে নির্ধারিত পরিবেশকেদের নিকট হতে চাল ক্রয়ের সুবিধা পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।