ঢাকাবুধবার , ১২ অক্টোবর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের শান্তিপূর্ণ পরিবেশে ও কঠোর নিরাপত্তায় হিন্দুধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা সমাপ্ত

Tito
অক্টোবর ১২, ২০১৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ও ষাঢ়ম্ভে মণিরামপুরের হিন্দু ধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা শেষ হয়েছে। উপজেলার ৮২ টি দূর্গা মন্দিরে অনুষ্ঠিত পূজায় পূজারীরা বিশ্বশান্তি কামনায় বিজয় দশমীর মধ্যদিয়ে উৎসবের সমাপ্তী করেছেন। মঙ্গলবার উপজেলার কয়েকটি মন্দিরে প্রতীমা বিসর্জন হলেও সার্বিক পরিবেশ ভালো থাকায় অধিকাংশ মন্ডপের পূজা আজ বুধবার বিসর্জন হবে বলে সূত্রে জানাগেছে। মণিরামপুর থানার অফিসার অফিচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে নি:ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন মন্দিরের পূজারী ও ভক্তবৃন্দ। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিপংকর রতন ধর জানান, মণিরামপুরের সকল পূজা মন্ডপে আইন শৃংখলা পরিস্থিতির উপর আমরা খুবই খুশি, যে কারনে পুলিশ প্রশাসনকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বন্যা কবলিত মণিরামপুরে সুন্দর ভাবে পূজা উদযাপনের ব্যাপারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের তৎপরতা এবং সর্বপোরি মুসলিম ধর্ম্বালম্ভীদের সার্বিক সহায়তা সত্যিই দৃষ্টান্ত স্থাপন করার মতো ছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।