বিশেষ প্রতিনিধিঃ
মণিরামপুরে বন্দুকযুদ্ধে আনিচুুর রহমান নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেগারীতলা নামক স্থানে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেগারীতলা নামক স্থানে মিজান ও মানজুর নামক দু’টি সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে পুলিশ স্থানীয় একটি নার্সারী বাগানের মধ্যে আনিচুর রহমান নামের এক যুবককে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে চিৎকার করতে দেখে। পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাত একটার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশী তৈরী পাইপগান ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে। নিহত আনিচুর রহমান উপজেলার লাউড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। নিহতের ভাই আজিজুর রহমান জানান, আনিচুরকে গত দু’দিন আগে আটক করে সাদা পোশাকের পুলিশ। আজ সকালে যশোর মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহ পাওয়া যায়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, নিহত যুবকের নামে মণিরামপুর থানায় আওয়ামীলীগ নেতা শফি কামাল ও যুবলীগ নেতা শাহীন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে