বিশেষ প্রতিনিধি:
মণিরামপুরে শাহিদা বেগম (৪৫) নামে ছয় কন্যা সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বজনরা। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। শাহিদা ওই গ্রামের আতিয়ার রহমান আতরের স্ত্রী। আতিয়ার রহমান জানান, ঘটনার দিন সকালে তিনি স্থানীয় টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের লেখাপড়ার বিষয়ে যান। এর ঘন্টা খানেক পর ১১ টার দিকে খবর পেয়ে বাড়ি এসে দেখেন স্ত্রী শাহিদার মৃতদেহ ঘরের আড়ার সাথে গলায় রশি জড়নো অবস্থায় ঝুলে রয়েছে। তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে শাহিদা বিভিন্ন রোগে ভুগছেন এবং মাঝে মাঝে মাথায় কিছুটা গন্ডগোল হতো। খবর পেয়ে সন্ধ্যার পর খেদাপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। খেদাপাড়া ফাড়ির এসআই ইকবাল জানান, লাশের ময়না তদন্ত করা হবে।