বিশেষ প্রতিনিধি :
মণিরামপুরের বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্লান ইন্টারন্যাশনাল আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, কাজী রেজিষ্টার ও পুরোহিতবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাশিমনগর ইউপি চেয়ারম্যান আহাদ আলী, লাউড়ী মাদরাসার অধ্যক্ষ মাও: মুফিজুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মনিরুজ্জামান টিটো, প্লান বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর মাহাবুবুর রহমান, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, বাঁচতে শেখার পরিচালক(এডমিন) হিমেল সঞ্জিব কিস্কু প্রমূখ।