ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জয়িতাদের মাঝে ক্রেস্ট বিতরন

Tito
ডিসেম্বর ৯, ২০১৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
“রঙ্গিন পৃথিবী, রঙ্গিন আলো, সকল নারী থাকুক ভালো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জয়িতা পুরস্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে চার জন সফল নারীকে জয়িতা পুরস্কারে ভূষিত ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে সফল জননী নারী হিসেবে মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জননী নুরজাহান বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সুষমা রানী দাস, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী আকলিমা খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করায় তানজিলা খাতুনকে জয়িতা নির্বাচন করে জুরি বোর্ড। রোকেয়া দিবসের আলোচনা অনুষ্ঠানের শুরুতে জয়িতাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিমল কুমার, যশোর জেলা পরিবহন শ্রমিকলীগ সহ সভাপতি বাবুল করিম বাবলু প্রমখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।