ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কৃষি পণ্য বিপনন কেন্দ্রের উদ্বোধন করলেন এমপি স্বপন ভট্টাচার্য্য

Tito
জানুয়ারি ২০, ২০১৭ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ঃ
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের কথা মাথায় রেখে সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান করছে। সার নেওয়ার জন্য এখন আর কৃষকদের গুলি খেতে হয়না, দিতে হয়না লাইন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষকদের ব্যাংকে একাউন্ট খুলে দিয়েছেন। নায্য মূল্যে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেছেন। যশোর-৫ মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য শুক্রবার উপজেলার কর্ন্দপপুর কৃষি পণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্রের উদ্বোধনকালে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ফলে আজ কৃষকরা ঘরে বসেই মোবাইল ফোনে বা অনলাইনে তাদের যাবতীয় সেবা গ্রহন করতে পারছে। কৃষি পণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্র নির্মানের মাধ্যমে সরকার কৃষকের ফসল উৎপাদন ও বাজারজাত করণের পথ সুগম করেছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে ও এডিবি’’র অর্থায়নে নির্মিত কৃষি পণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার, অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন নাহিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, ছাত্রনেতা রিপন, নয়ন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।